যুদ্ধ দেখে পালিয়ে যাওয়া ব্যক্তি জাতির পিতা হয় কিভাবে !

Oct 03, 2022

150

মীনা ফারাহ : যে ব্যাক্তি যুদ্ধ দেখে পালিয়ে গেল, সে হয় জাতির পিতা। যে ব্যক্তি যুদ্ধ করে বীরউত্তম পেলো, সে হয় রাজাকারের পিতা। যুদ্ধ না সিকিম বানাতে ৭১, সেটাই তো পরিষ্কার করেনি মুক্তিযোদ্ধারা। আর সেজন্যই বীরউত্তম খেতাব ছিনিয়ে নিতে হাত কাপে না। । কারন, ওইসব পুরস্কারের আসলেই কোন মূল্য নেই। ওইসব পুরষ্কার দিয়ে ১৬ই ডিসেম্বরে রেসকোর্সের মাঠে অরোরার কাছে নিয়াযির সিকিম বানানোর দস্তখত আর লুকানো যাবে না। দেখেন না বঙ্গবীরের অবস্থা। সে নাকি ৭১ এ পাকিদের যম। অথচ বিড়াল দেখলেই পালায়। ৭১ এ ইন্দিরার সিকিম নিয়ে আর কতো নাটক?

রেসকোর্সে কেন ওসমানী স্যারকে বাদ দিয়ে সই?

মুজিব কেন পালিয়ে গেল ?

মুজিব পরিবার এবং অবৈধ পিএম হাসিনা কেন ৯ মাস ৩২ নম্বরে রাজার হালে ?

পাকিরা এত খুন করলো কিন্তু প্রসব বেদনা উঠলে , পাকিদের জীপে করে হাসিনাকে কোন যুক্তিতে সিএম এইচ এ নিয়ে সন্তান প্রসব?

জেলে থাকলে ডিসেম্বরে ফুরফুরা মুজিব কোত্থেকে বের হোল ?

তাহলে ৭১ মানে, মুক্তিযুদ্ধের নামে সিকিমের পরিকল্পনা নয় কেন ?

ড. কামাল হোসেন সাক্ষী । তার উচিৎ, মরার আগে, ৭১ এর মিমাংসা করে ফেলা। টাকা দিয়ে কি করবে, কাফনের তো পকেট নাই।

(Published 2017/04/01 at 6:26 pm)

Social Share :
Comments